রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকসহ চার জনের মৃত্যু হয়েছে।৭ জুন রোববার সকালে চাঁদপুর শহরের গুণরাজদী এলাকায় নিজ বাসায় ৬০ বছরের এক বৃদ্ধ মারা যান।

গত ৪ জুন ওই ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তার স্ত্রীর রিপোর্টও করোনা পজিটিভ। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

এছাড়া চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউপির ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের এক পল্লী চিকিৎসক (৭০) রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা কালেকশন ও বিশেষ ব্যবস্থায় দাফনেরও বিশেষ ব্যাবস্থায় হয়েছে।

শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী এলাকা একজন ব্যাবসায়ী রোববার দুপুরে হাসপাতাল নেয়ার পর মারা যান। তিনি গত কয়েকদিন যাবত নিজ বাড়িতেই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ বেশী অসুস্থ্য হয়ে পরলে তাৎক্ষনিক হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়।

অন্যদিকে জ্বর নিয়ে মারা গেলেন হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুলতলা মাঝি বাড়ির এক ব্যক্তি (৫৫)। শনিবার রাত ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ বাড়িতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *