শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

“মার্কেট-শপিংমলে অবশ্যই মাস্ক পরতে হবে”

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্কেট ও শপিংমলে কেনাকাটা করতে যাওয়া সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সেইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেও সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৮ এপ্রিল) ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় নাগরিকদের প্রতি এ আহবান জানান ডিএমপি কমিশনার। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতারা পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) ব্যবস্থা নিতে হবে।

ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *