শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

দুর্নীতিবাজদেরকে চাঁদপুরে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন দুদক মহাপরিচালক

এ কে আজাদ, চীপ রিপোর্টার / ৩৭ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

  1. মানি লন্ডারিং-এর মাধ্যমে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিদেশী রাষ্ট্রের পারস্পারিক সহযোগিতা প্রয়োজন। পাচারের টাকা ফেরত আনতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মো.মাহমুদুল হোসাইন খান। আজ রোববার সকালে দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে মানি লন্ডারিং আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেহেতু যে অর্থগুলো দেশের বাহিরে পাচার হচ্ছে তার সাথে বিদেশি রাষ্ট্রগুলো জড়িত। সেক্ষেত্রে দুই
দেশের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। আমরা বিদেশী রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল
এসিস্টেন্স রিকুয়েস্ট) পাঠাই। যদি বিদেশী রাষ্ট্রগুলো সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা। দেশের মধ্যে মানিলন্ডারিং এর বিরুদ্ধে শতভাগ সফল বলে তিনি জানান, আমরা
প্রতিটি মামলায় সফল হয়েছি, আমাদের পক্ষে রায় হয়েছে। মানিলন্ডারিং এর সাথে জড়িতদের নির্দিষ্ট কোন তালিকা দুদকের কাছে নেই জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে নির্দিষ্ট কোন তালিকা নেই। যখন যেটা পাই সেটা আমারা তালিকাভূক্ত করি। আমরা মিডিয়া, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তথ্য পাই। তখন আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করি। দুর্নীতিবাজদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি
বলেন, আমরা চাই সবার মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে উঠুক। কেউ যেন দুর্নীতি পরায়ণদের প্রশ্রয় না দেই। এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে কার্যালয় ঘুরে দেখেন অতিথিবৃন্দ।এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক আনোয়ার হোসেন আখন্দ, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
তারিখ : ০৩-০৭-২০২২b


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *