শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

বছরের প্রথম দিনে প্রায় ৮ হাজার শিশু জন্মগ্রহণ করবে : ইউনিসেফ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৪ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,০১ জানুয়ারী, ২০১৮ : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আজ সোমবার জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮ হাজার ৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে। বিশ্বজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ৭৯৩টি শিশু জন্ম নেবে। সে হিসেবে বাংলাদেশে জন্ম নেবে ২ দশমিক ১৭ শতাংশ শিশু।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বছরের প্রথম দিনে ভারতে জন্মগ্রহণ করবে প্রায় ৬৯ হাজার ৭০ জন শিশু। একই দিনে পাকিস্তানে জন্মাবে প্রায় ১৪ হাজার ৯১০টি শিশু। ২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করে তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায়।

ইউনিসেফ জানিয়েছে, যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। কারণ, তারা মারা গেছে প্রতিরোধ করা যায় এমন সব রোগে।

শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *