শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

জুলাই স্মরণে ২ হাজার বৃক্ষরোপন করবে ইবি বৈছাআ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৪২ পাঠক
প্রকাশকাল সোমবার, ৭ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের স্মরণে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

জানা যায়, মহান জুলাই আন্দোলনের স্মরণে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হচ্ছে।

বৃক্ষরোপণের স্থান হিসেবে জুলাই উদ্যান, মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠ এবং ক্যাম্পাসের অন্যান্য ফাঁকা জায়গা নির্ধারণ করেছেন তারা।

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ‘জুলাই শহিদদের স্মরণে মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক কাজে আগ্রহী ব্যক্তিদের অনুদান থেকে অর্থ সংগ্রহ করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই ২ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা। এর ধারাবাহিকতায় আজ জুলাই উদ্যানে বৃক্ষরোপণ করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর