শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

একটা বিষয় বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১০৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত-সমালোচিত তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও খেলছেন নানা ফ্র‌্যাঞ্চাইজি লিগ। সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রে তেমনি একটি লিগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব।

সেই অনুষ্ঠানে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাকিব। একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই।

জাতীয় দলের সতীর্থদের নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি আর তামিম মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’

‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছুই নেই উল্লেখ করে সাকিব আরও বলেন, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর