শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

স্বাস্থ্য রক্ষায় পেঁপের উপকারিতা, সহজেই বানাতে পারেন ৩ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১১৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

কাঁচা হোক বা পাকা, পেঁপে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে তুলনাহীন। এতে থাকা প্যাপেইন নামক এনজাইম শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যায় এক প্রকার ওষুধের মতো কাজ করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এছাড়া ভিটামিন এ, সি ও ই-তে সমৃদ্ধ পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে।

ত্বককে টানটান ও সুন্দর রাখতে সাহায্যকারী কোলাজেন প্রোটিনের উৎপাদনও বাড়ায় এই ফল। তবে চিন্তার কিছু নেই, দৈনন্দিন খাবারে পেঁপে রাখার অনেক সহজ ও সুস্বাদু উপায় রয়েছে। চলুন, জেনে নিই।

পেঁপের পরোটা
ময়দার বদলে গম বা আটা দিয়ে পরোটা বানালে তা অনেক স্বাস্থ্যকর হয়।

আটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর হাত দিয়ে ছোট ছোট গোল বানিয়ে এর মধ্যে ভরুন কাঁচা পেঁপের গ্রেট করা পুর। এতে লেবুর রস, মরিচ গুঁড়া, প্রয়োজন মতো লবণ ও মসলা মিশিয়ে দিন। পুর ভরে গোল করে বেলে নিন।

পরে ঘি বা তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন—তাহলে তৈরি হবে সুস্বাদু পেঁপের পরোটা।

পেঁপের স্যুপ
কাঁচা পেঁপে টুকরো করে ভাপে সিদ্ধ করে নিন। একটি পাত্রে ধনিয়া, আদা ও মরিচ ছোট টুকরো দিয়ে নেড়েচেড়ে নিন। মিক্সারে পেঁপে, মশলা ও সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন। কড়াইয়ে সামান্য তেল গরম করে মিশ্রণটি ঢেলে দিন এবং ফোটান।

এরপর স্বাদমতো লবণ, গোলমরিচ ও জিরাগুঁড়া যোগ করুন। সবশেষে ঘরোয়া নারকেল দুধ মিশিয়ে নিন, তাতে স্যুপ হয়ে যাবে আরও মসৃণ ও সুস্বাদু।

পেঁপে উপমা
গ্রেট করা পেঁপে দিয়ে তৈরি এই উপমা সহজ এবং স্বাস্থ্যকর। গরম ঘি-তে প্রথমে সরিষা, শুকনা মরিচ ও কারিপাতা ফোড়ন দিন। এক মুঠো বাদাম দিয়ে ভাজুন। বাদাম ভাজা হলে গ্রেট করা পেঁপে দিয়ে নেড়ে নিন। এরপর স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে দিন সুজি। অল্প পানি ছিটিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না উপমা ভালোভাবে সেদ্ধ হয়।

এভাবেই পেঁপে নানা রকমের রান্নায় ব্যবহার করলে খেতে সুস্বাদু ও শরীরও থাকবে সুস্থ। এখন থেকে পেঁপেকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে উপকার পাওয়ার চেষ্টা করুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর