শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

হাওয়া ভবনে গ্রেনেড হামলার পরিকল্পনা- এটা প্রমাণিত: নৌপ্রতিমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩২ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৭৫ এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবন থেকে, তা প্রমাণিত।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের হোসেন চৌধুরী হলে বিবি ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আগামী দিনে এই হত্যার রহস্য উদঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে।’

জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন মন্তব্য ক‌রে তিনি ব‌লেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন সরকারের বিরোধিতা করেছিলেন। তি‌নি মু‌ক্তি‌যুদ্ধের প‌ক্ষে ছি‌লেন না।’

‌মন্ত্রী আরও ব‌লেন, ‘আজকে সময় হয়েছে ২১ আগস্টের খুনিদের এবং সমর্থনকারীদের নির্মূল করার। তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।’

বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর বেপারির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো.রাশেদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.এ এস এম মাকসুদ কামাল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *