বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

শিক্ষার্থী সংকট কাটিয়ে তিন বছর পর আবারো চালু হচ্ছে বিদ্যালয়টি

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

অবশেষে বন্ধের তিন বছর পর চালু হচ্ছে রংপুর নগরীর কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএম এম মঞ্জুর কাদির বিদ্যালয়টি পরিদর্শন শেষে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে আগামী জানুয়ারি মাস বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব দেলোয়ার হোসেন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ জাহান সিদ্দিক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় সাবেক উপ-পরিচালক আব্দুল ওহাব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন, শিক্ষানুরাগী আলহাজ্ব মোসলেম উদ্দিন, রবার্টসনঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক ,কারমাইকেল কলেজের সহকারি অধ্যাপক শাদাকাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে রংপুর সিটির সাবেক মহিলা কাউন্সিলর আরজানা সালেক বলেন, অত্র এলাকায় বর্তমানে বিদ্যালয়গামী শিশুর সংখ্যা বেড়েছে। কিন্তু কাছাকাছি আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তাই কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় চালুর ঘোষণায় এলাকাবাসির সাথে আমিও আনন্দিত। আশা করি শিগগিরই বিদ্যালয়টি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে।

প্রসঙ্গত: শিক্ষার্থীর অভাবে ২০১৬ খ্রিষ্টাব্দে বন্ধ করে দেয়া হয় রংপুরের কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এ বিদ্যালয়টি আবার চালুর দাবিতে স্থানীয়রা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অবশেষে স্থানীয়দের দাবি আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিদ্যালয়টি আনুষ্ঠানিক চালুর ঘোষণা দিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *