শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। ফজলুর রহমান সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করায় এ ক্ষোভের সূত্রপাত।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়।

এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান যেভাবে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘কালো শক্তি’ বলে আখ্যায়িত করেছেন, আমরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ওই আন্দোলনকারী আরও বলেন, ফজলুর রহমান বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তারের অভিনয়টা করা হবে।

আরেক আন্দোলনকারী বলেন, আমরা সুশীল ও প্যাসিভ আন্দোলন করছি, কিন্তু মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর