শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি

সবজির দাম কমলেও মাছ-মুরগির বাজারে উত্তাপ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম বাড়লে আজ কিছুটা কমে ৬০ টাকা কেজিতে চলে এসেছে। বাজারে কমেছে ক্রেতারের উপস্থিতিও। তবে সবজির দাম কমলেও পূর্বের চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি ও মাছ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সেনপাড়া, শেওড়াপাড়া, মালিবাগ ও টাউনহল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকা, ধুন্দুল ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর কেজি ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০, টাকায়, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৩০, পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৮০, কাঁচা মরিচ ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, কঁচুর মুখী ৫০ টাকা, শিম প্রতি কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪`০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক আঁটি ১০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা, লাল লেয়ার মুরগি ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা এবং দেশি মুরগি ৫৯০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকায়, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

পূর্বের দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ ২৩০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১৮০০ টাকা, ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৪০০ টাকা এবং ৩০০ গ্রামের ইলিশ ১২০০ টাকা এবং ১৫০ থেকে ২০০ গ্রামের মাছ ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এক কেজি শিং মাছ (চাষের, আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২৩৫ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আলু–পেঁয়াজ–মসলা

আজ ক্রস জাতের পেঁয়াজ আকারভেদে ৭০–৭৫ টাকা, ছোট পেঁয়াজ ৬০ টাকা ও বড় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৭০–৮০ টাকা। লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২০ টাকা, বগুড়ার আলু ৩৫–৪০ টাকা। দেশি রসুন ১০০–১২০ টাকা, চায়না রসুন ১৪০–১৫০ টাকা, চায়না আদা ২০০ টাকা, ভারতীয় আদা ১৬০–১৮০ টাকা।

এসব বাজারে মিনি কাটার চাল প্রকারভেদে ৮৫ থেকে ৯২ টাকা এবং নাজিরশাইল সের ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং ২৮ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকা দরে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর