শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

শ্রীশ্রী হরিনাম প্রচার সংঘের মধুখালীতে প্রতিবাদ সভা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : ১০ আগস্ট সোমবারঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম প্রচার সংঘের আয়োজনে বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তানিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন অন্যায় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
৯ আগস্ট রোববার রাত ৯ টায় মধুখালী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দীরে শ্রীশ্রী হরিনাম প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি অসিত আচার্য্যরে সভাপতিত্বে ও শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় দেশের বিভিন্ন অঞ্চলের শ্রীশ্রী হরিনাম প্রচার সংঘের সভাপতি/সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন পুরহিত পরিষদের ফরিদপুর জেলা আহবায়ক অরুপ চক্রবর্তী, স্বপন কুমার বিশ্বাস,অসিত বরন বিশ্বাস, বরুন কুমার বিশ্বাস, সুমন কুমার চক্রবর্তী, চাঁদ বিশ্বাস,সন্তোসি শীল, উত্তম কুমার চক্রবর্তী, ভোলানাথ দাস, অমেনেন্দ্র নাথ বিশ্ব^াস, বিমল কুমার ঘোরামী,স্বপন কুমার দেব ও দুলাল কুমার ঢালীসহ প্রমুখ।

বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তানিয়া সোসাইটি কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম প্রচার সংঘের নেতৃবৃন্দ বিভিন্ন অনিয়ম সেচ্ছাচারিতা ক্ষমতার অবব্যবহার দীর্ঘ ১ যুগ পার হলেও নতুন কমিটির গঠন না করা সংগঠনের আয় ব্যয়ের হিসাব না দেওয়াসহ বক্তাগণ তাঁদের বক্তব্যে তুলে ধরেন।

দেশের ১৯টি অঞ্চল বা জোনে হরিনাম সংকীর্ত্তানিয়ার ১২শটি দলে প্রায় ১ লক্ষ ২০ হাজার সংকীর্ত্তানিয়া শিল্পী আছেন। বৈশ্বিক মহামারী করোনার কারনে কোন সংকীর্ত্তানিয়া অনুষ্ঠান না হওয়ায় সকল সংগঠনের শিল্পীগণ কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়ার কারনে তাঁরা মানবতার জীবন যাপন করছেন। অপেক্ষায় আছেন কোন নাগাত বৈশ্বিক মহামারী করোনা যাবে আবার তাদের মাঝে কর্মততপরতা ফিরে আসবে। এই খারাব সময়ে সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন শিল্পিরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *