শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য অ্যাড. সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম : সাবেক গনপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাড. সিরাজুল ইসলাম এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আছর শহরের আদালত পাড়া ঐতিহাসিক বেগম জামে মসজিদে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিম মুফতী মাহবুবুর রহমান।

মিলাদ অনুষ্ঠানের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্যেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভুঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, বাগাদী ইউনিয় চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, বর্তমান সভাপিত জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

এছরা আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সলরদের মধ্যে মোহাম্মদ আলী মাঝি, আব্দুল মালেক শেখ, মোহাম্মদ সোহেল রানা, সফিকুল ইসলাম, অ্যাড. হেলাল হোসাইন, ইউনুছ সোয়েব, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, খাইরুল ইসলাম নয়ন, অ্যাড. কবির চৌধুরী।

মরহুমের ছেলেদের মধ্যে উপস্থিতি ছিলেন বড় ছেলে সাইফুল ইসলাম সেন্টু, মোঝো ছেলে অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, ছোট ছেলে ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আইনজীবি, প্রেসক্লব, চেয়ারম্যান, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিতি ছিলেন।

উল্যেক্ষ্য : মরহুম এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ছিলেন, সাবেক সংসদ সদস্য, সাবেক গনপরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সভাপতি-রোটারী ক্লাব চাঁদপুর, সাবেক প্রকৌশলী-বাংলাদেশ বিমান বাহিনী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৎ ও আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজকর্মী, ফরিদগঞ্জসহ চাঁদপুর জেলার সাধারন মানুষের প্রান প্রিয় একজন রাজনৈতিক নেতা ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *