শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ৪০ মন নিষিদ্ধ পলিথিন জব্দ : ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থ

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৪ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডট কম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন বিরোধী এক সাড়াশি অভিযানে ৩টি গুদাম ও দোকান থেকে ৪০ মন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সেই সঙ্গে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মোবাইল কোর্টে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জানা যায়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এসব নিষিদ্ধ পলিথিন আমদানি করা হয়েছে। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে
মোবাইল কোর্টের মাধ্যমে এসব নিষিদ্ধ পলিথিনের ৩ জন ব্যবসায়ী ও আড়ৎদারকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশিষ্ট ধারায় ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার ভূমি মো: নাজির হোসেন। এসময় মোবাইল কোর্টে সহযোগীতা
প্রদান করেন র‍্যাব-১৩ কমান্ডার এএসপি মুন্না বিশ্বাসসহ তার টিম এবং পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মিহির লাল সরদার। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *