শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মো. হুমায়ুন কবির / ৩০ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

“অনলাইনে খাজনা দিব ঘরে বসে দাখিলা পাব” ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২১ (৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত)। এ উপলক্ষ্যে সোমবার (৭ জুন) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুখ আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু সহ ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১ জন ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান জানান, আগামী জুলাই থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *