শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

ছাত্রদের উদ্যোগে কৃষকের মাঝে বীজ বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ২৮ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

ইমু চৌধুরী, বর্তমানকন্ঠ ডটকম : অদৃশ্য শত্রু করোনা ভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় সারাদেশে লকডাউন বিরাজমান অবস্থা থেকে শিথিল হচ্ছে। কর্মহীন হয়ে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষে নির্দেশ দিয়েছেন যেন কোনো জমি যেন খালি না থাকে। ঘরে বসে না থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এর জন্য জনগণকে উৎসাহিত করছেন।

১০ মে ২০২০ ইং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইনুল ইসলাম মাহবুব ও মেডিকেল ছাত্র মোঃ নাসিফ এর উদ্যোগে ১০০ জন অসহায় কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়। তারা সর্বমোট ৩০০ জন কৃষককে মাঝে এই বীজ বিতরণ করবে বলে দাবী করেন। তাছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছেন তারা।

এই কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। উক্ত স্থানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহম্মেদ জুয়েল, কৃষি অফিসার বেলাল হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত সকলে তাদের কার্যক্রম এর প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *