শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮:
দুই সপ্তাহের পথ পেরিয়ে শেষের কাছে ত্রিদেশীয় সিরিজ। আজ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হয়েছে দুপুর ১২টায়।
টস: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল। তার মানে আগে বোলিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে তিন পবির্তন: বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাসির হোসেন ও আবুল হাসান রাজু।
বাংলাদেশ দল: মাশরাফি, সাকিব, তামিম, মিথুন, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ, রুবেল, মুস্তাফিজ, সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা দলে এক পরিবর্তন: শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লাকশান সান্দাকানের জায়গায় দলে ঢুকেছেন শেহান মাদুশানাকা।
শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, দুশমস্থ চামিরা, থিসারা পেরেরা ও শেহান মাদুশানাকা।
এবার পারবে বাংলাদেশ: মিরপুরে এর আগে তিনটি ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবং তিনটিতেই হেরেছে। ২০০৯ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে, ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ২ রানে, আর ২০১৬ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারে বাংলাদেশ।
মিরপুরে আজ আরেকটি ফাইনাল, আবারো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এবার পারবে বাংলাদেশ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *