শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

‘ঠাকুরপাড়ার ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না’

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রংপুর সিটি নির্বাচনে জঙ্গি হামলার বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশে এখন জঙ্গিদের তৎপরতা নেই। সম্প্রতি রংপুরের হিন্দু পল্লীতে হামলার ঘটনা এ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রসিক নির্বাচন ঘিরে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সকল প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে বলেও জানান তিনি।

এর আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৭ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *