শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

ফরিদগঞ্জ দায়চারা গ্রামে ৪০ কেজি মা ইলিশ জব্দ করলো স্থানীয় জনতা

রুহুল আমিন খাঁন স্বপন / ১৫৯ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

বর্তমানকন্ঠ ডটকম, ফরিদগঞ্জ, চাঁদপুর : মা ইলিশ রক্ষায় চলমান দেশে অভিযানের সময় জেলার বিভিন্ন স্থানে চলছে গোপনে ইলিশ বিক্রি। এরকমই প্রায় ৪০ কেজি ইলিশ বিক্রি করতে এনে জনগণের রোষানলে পড়ে মাছ সহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ফেলে যাওয়ার মাছগুলো জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়নের দায়চারা থেকে রূপসা যাওয়ার সড়কের অভিমুখে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় মানুষের সমাগম দেখে এগিয়ে যান, এসময় এক ব্যক্তি ভানগাড়ীতে করে ইলিশ বিক্রি করার চেষ্টা করলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, পাইকপাড়া (দঃ) ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আতিক খাঁন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী লিটন ও যুবলীগ নেতা জাকির হোসেন সহ কিছু লোক নিষিদ্ধ ইলিশ মাছ বিক্রির খবর পেয়ে উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় ওই বিক্রেতা। পরে মাছ গুলো জব্ধ করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের একটি দল এসে সেগুলো থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসা ইলিশ প্রায় ৪০ কেজি বলে স্থানীয় লোকজন জানায়। পরে থানা পুলিশ সেগুলো এতিম খানায় দেয়ার ব্যবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *