শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

বাগদা চিংড়ির চাষ ও বাজারজাত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

বটিয়াঘাটা (খুলনা): খুলনার বটিয়াঘাটায় নবলোকের আয়োজনে আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ির চাষ ও বাজারজাত করণের মাধ্যমে উপকূলীয় চিংড়ি চাষীদের আয় বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় নবলোকের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান মোঃ আশরাফুল আলম খান। নবলোকের প্রজেক্ট অফিসার গাজী মঞ্জুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মরিরুল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান, মৎস্য চাষী পিন্টু গাইন, অসীম গাইন সহ মৎস্য চাষের সাথে সম্পৃক্ততা আছে বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *