শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

মধ্যরাত থেকে চাঁদপুর মেঘনা- পদ্মা অবমুক্ত ॥ নদীতে নামবে ৫১ হাজার জেলে

বর্তমানকণ্ঠ ডটকম / ২৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুর-হাইমচর এলাকার পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দু’মাস ইলিশ পোনা (জাটকা) ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্য রাত থেকে। গত দুইমাস পর ৩০ এপ্রিল মধ্যরাত থেকে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদী অবমুক্ত হবে। দীর্ঘ দু’মাস পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাছ ধরতে নদীতে নামছে ৫১ হাজার জেলে।

ইলিশ গবেষক ড.আনিছূর রহমান জানান, করোনার কারণে জাটকা রক্ষা কর্মসুচি কিছুটা সীমাবদ্ধতায় রয়েছিল। তবুও উৎপাদন ব্যাহত হবে না । দেশে গেলো অর্থবছরে ইলিশ উৎপাদন ছিল ৫ লাখ ৩৩ হাজার মে.টন।

চাঁদপুর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান জানান, এ বছর যে পরিমাণ মাছ উৎপাদন হয়েছিল প্রতি রাতে হাইমচর উপজেলা থেকে একশ থেকে দেড়শ টন জাটকা নিধন করেছে জেলেরা। যদি এই জাটকা মাছটা দুই মাস সময় পেত তাহলে হাজার হাজার কোটি টাকার ইলিশ মাছ বিক্রি করা সম্ভব হতো। তিনি আরো জানান, সরিষার মধ্যে ভূত।

যাদের দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে তারা জেলেদের টাকার কাছে জিম্মি। যদি নৌবাহিনীর জাহাজ নদীর মাঝখানে থেকে অভিযান পরিচালনা করতো তাহলে জাটকা বাঁচানো সম্ভব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *