শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে’

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ১৯ নভেম্বর ২০১৭: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির দাবি মেনে সংবিধান সংশোধন করা সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম এসময় বলেন, সংবিধান থেকে এক চুলও বিচ্যুতি হবে না। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে শেখ হাসিনার সরকার। নির্বাচনের সময় এই সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সাহায্য করবে। পৃথিবীর অন্য দশটা দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে।
বিএনপিকে ইঙ্গিত করে কামরুল বলেন, নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি গ্রহণ করা হবে না। যে অংশ নেবে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই অংশ নেবে।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে তিনি বলেন, বেগম খালেদা জিয়া নিজেই তার বিরুদ্ধে চলা মামলাগুলোকে লম্বা করছেন। তিনি (খালেদা) আজ না কাল করে সময় নিয়ে নিয়ে আদালতকে হেনস্থা করছেন। খালেদা জিয়া সর্বমোট ১৫০ বার বিচার কাজ বন্ধ ও আদালত পরিবর্তনের জন্য দরখাস্ত করেছেন।
লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *