1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

আইপিএলের এবারের আসরে কে কোন দলে

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮

স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশতম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। দেশটির বেঙ্গালুরুতে শনিবার ও রবিবার টানা দুই দিন ধরে চলা এ নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গুছিয়ে নিয়েছে।

এবারের আসরে আটটি দল অংশ নিয়েছে। দু’বছরের নির্বাসন কাটিয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।

চলতি আসরের ১ হাজার ১২২ ক্রিকেটারের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ৫৭৮ জনকে রাখা হয় চূড়ান্ত তালিকায়।

নিলামে আট দলে জায়গা পেয়েছেন ১৮৭ জন ক্রিকেটার। এর মধ্যে ১৮ জন দেশি-বিদেশি তারকা ক্রিকেটারকে আগেই রাখা হয়েছিল পুরানো দলে। অন্যদিকে নিলামের মাধ্যমে দলে আনা হয়েছে ১৬৯ জনকে। নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটারের নাম থাকলেও দলে পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এবারের নিলামে বেশ কিছু চমক রয়েছে। অনেক তারকা ক্রিকেটাররা নিলামের শেষ পর্যন্ত থেকেছেন অবিক্রিত। অনেকে তাদের কাঙ্ক্ষিত মূল্য পাননি, আবার অনেকে প্রত্যাশার চেয়ে বিক্রি হয়েছেন বেশি দামে। নিলাম শেষে আইপিএলের আট দল তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

এবার দেখা যাক আটদলে খেলছেন কারা:

মুম্বাই ইন্ডিয়ানস: গত দুই আসরে বাংলাদেশের মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও এবার তার জায়গা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসে। দলের বাকি সদস্যরা হলেন- রোহিত শর্মা, হার্দিক পান্ডে, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষাণ, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।

সানরাইজার্স হায়দরাবাদ: গত দুই মৌসুম হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ খেললেও এবার তারা দলে টেনেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদী হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল আছেন হায়দরাবাদের স্কোয়াডে।

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পীযুষ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকতি, শিভম মাভি, মিশেল জনসন, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, ক্যামেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।

রাজস্থান রয়্যালস: স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন, জাফরা আর্চার, কে গৌতম, জস বাটলার, আজিঙ্কা রাহানে, ডি’আর্কি শর্ট, রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্নি, জহির খান, বেন লাফলিন, স্টুয়ার্ট বিনি, দুশমন্ত চামিরা, অনুরেত সিং, বিক্রম বিরলা, মিধুন এস, শ্রেয়াশ গোপাল, প্রশান্ত চোপড়া, যতিন সাক্সেনা, অঙ্কিত শর্মা, মাহিপাল লমরোর।

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, ফাফ দু প্লেসি, হরভজন সিং, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, কেদার যাদব, অম্বতি রাইডু, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, জগদেশন নারায়ন, মিচেল সান্টনার, দ্বিপক চাহার, আসিফ কে এম, লুঙ্গি এনগিদি, ধ্রুব সোরে, কনিষ্ক শেঠ, মুরালি বিজয়, মার্ক উড, ক্ষিতিজ শর্মা, মনু সিং, চৈতন্য বিষনৈ।

কিংস ইলেভেন পাঞ্জাব: অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, আন্দ্রে টাই, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টইনিস, করুণ নায়ার, মুজিব জাদরান, অঙ্কিত সিং, ডেভিড মিলার, মোহিত শর্মা, বারিন্দের স্রান, যুবরাজ সিং, ক্রিস গেইল, বেন ডরশুইস, আকাশদ্বিপ নাথ, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, মনজুর দার, প্রদিপ সাহু, মায়াঙ্ক ডগর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, ক্রিস ওকস, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াশিংটন সুন্দর, নভদ্বিপ সাইনি, কুইন্টন ডি কক, মোহাম্মদ সিরাজ, নাথান কাল্টার নিল, কলিন ডি গ্রান্ডহোম, মুরুগান অশ্বিন, পার্থিব প্যাটেল, মাঈন আলী, মানদ্বিপ সিং, মনন বোহরা, পাভন নেগি, টিম সাউদি, কুলওয়ান্ট খেরজোলিয়া, অনিকেত চৌধুরী, পাভন দেশপান্ডে, অনিরুদ্ধ অশোক জোসি।

দিল্লি ডেয়ারডেভিলস: পৃথ্বি শাও, কলিন মুনরো, গৌতম গম্ভির, অভিষেক শর্মা, ট্রেন্ট বোল্ট, জেসন রয়, কাগিসো রাবাদা, নামান ওঝা, গ্লেন ম্যাক্সওয়েল, জয়ন্ত যাদব, হার্সেল প্যাটেল, অমিত মিশ্র, মনজোত কালরা, বিজয় শঙ্কর, গুরকিরাত সিং, মোহাম্মদ শামি, রাহুল তেওয়াটিয়া, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, আভেশ খান, সায়ান ঘোষ, সন্দীপ ল্যামিচান, ক্রিস মরিস, শ্রেয়াস আইয়ার, রিশভ প্যান্ট, শাহবাজ নাদিম।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD