নারায়ণগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানী ঢাকার কাকরাইল এলাকা থেকে পৃথক দুইটি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দু’টি জঙ্গি সংগঠনের চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সদস্যরা।
শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব- ১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
এদের মধ্যে রেজাউর রহমান ওরফে শাওন ওরফে হোসেল ও হাসান (২৭), মোবারক হোসেন ওরফে মাসুদ ( ৩৩) ও আবু রায়হান চৌধুরী (২৮) এই তিনজন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দাওয়াতী সদস্য ও শায়েখ কামাল হোসেন (৪৫) হচ্ছেন জেএমবি’র দাওয়াতী শাখার শীর্ষ স্থানীয় নেতা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, চারটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ জঙ্গিবাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত র্যাব-১১ একটি দল এ অভিযান চালায়।