করোনা আশির্বাদ, করোনা নিষ্ঠুর
💢 আবু সায়েম 💢
নেই কোন হুংকার, পৃথিবী স্তব্ধ
মানুষ এখন আতঙ্কে আছে
থেমে গেছে অগ্নি যুদ্ধ।
নাস্তিকরা লেজ গুটিয়েছে
অহংকারী নিঃশ্চুপ
সমাজ কর্মিরা সেবায় নেমেছে
পাশে নেই ধনকুব।
পশু পাখীরা ভালো আছে
অবাধ বিচরণ
ভয় নেই মনে তাদের
ভুলেছে মানব আচরন।
গাছ পালা গুলো সতেজ হয়েছে
অক্সিজেন ভরপুর।
মন্ত্রী এমপিরা সুখেই আছে
চেয়ারম্যান মেম্বার বড় চোর।
করোনায় যেন শান্তি এল
করোনায় এল মৃত্যু
বিশ্বাসীরা বুঝতে পেরেছে
এটা এক আল্লাহ প্রদত্ত।