রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

একদিন খোকা

সৈয়দ মুন্তাছির রিমন / ১৪২ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

আকাশে কালো মেঘের খেলা
সাগরে উত্তাল জোয়ার নেশা,
তাই দেখে ভাসালে কেন ভেলা
আর কতদিন রইবে তুই বোকা?
——–খোকা
তোর কথা ভাবনায় আসে যখন
চোখের পলক দুরে হারায় তখন,
অজানা চিন্তার ভাঁজ নানা দলন
মনের ভিতর দানা বাঁধে এখন।
———খোকা
ছোট্টবেলা হারা বাবা ছিলাম যখন
মুখের ভাসন্ত চাপ লাগতো আপন,
চিলেকোঠের উল্টো নীলে পেখম
মনের ভিতর এতো আগুন জখম।
———খোকা
কিসের নেশায় কিসের আশায়
স্বপ্ন গুলো পুড়িয়ে দিয়ে কাঁদায়,
দূদিনে বদলে গিয়ে নি:স্ব বেলায়
ভ্রষ্ট মৃত্তিকায় নিজ অস্তিত্ব ডুবায়।
———খোকা
আয় ফিরে মোর অবুঝ খোকা
বুকের ভিতর আগলে স্বর্গ রাখা,
জানতে যদি চাইতে ব্যথা মাখা
চোখের জলে পুড়ানো শত বাঁধা।
———খোকা
খোকারে তোর মনন জোড়া কেমন
ক্ষমার চোখে মোদের এক-ই মিলন,
মরে গেলে কবর দিবে আমায় যখন
স্মৃতি আঁকড়ে সেতায় খুঁজবি তখন!
———-খোকা
দুনিয়ার মোহমায়া বুঝবে তুই সেদিন
নি:স্ব হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হবে যেদিন,
কবরেতে বাবার দেহ আছে শতদিন
আমিও বাবার মতো হারাবো একদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *