মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

কালীগঞ্জে রাতের অন্ধকারে টিসিবি’র পণ্য বিক্রি : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবি’র অনুমোদিত দ্রব্য তেল, চিনি, ছোলা ও ডাল বিক্রিতে অনিয়মের অভিযোগে আজাদ ইকবাল ওরফে শিপন মৃধা নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় অনিয়মের অভিযোগে শহরের আরো দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের মৃধা ট্রেডার্স নামে টিসিবি’র অনুমোদিত প্রতিষ্ঠানটি রাতের অন্ধকারে টিসিবি’র পণ্য বিক্রি করছিল।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পৌরসভাধীন আড়পাড়া থেকে ২০ কেজি তেল, ১৭ কেজি ছোলা ও ৩০ কেজি চিনি উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই দিন দুপুরে শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো ১০ হাজার টাকা জরিমানা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ