শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

কোনো পাল্টাপাল্টি সমাবেশ নয়: কাদের

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের আগামীকালের নাগরিক সমাবেশ নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। তিনি বলেন, ‘আপনারা এটা পাল্টাপাল্টি ভাববেন কেন? আমরা এমন মনে করি না। এটা ৭ই মার্চের স্বীকৃতির সেলিব্রেশন।’

শুক্রবার (১৭ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা পাল্টা সমাবেশ না, আমরা বিএনপির সাথে পাল্টাপাল্টি করি না। বিএনপি প্রয়োজন মনে করলে পাল্টাপাল্টি করবে, সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনৈতিক কর্মসূচি নিয়ে কখনো পাল্টাপাল্টি করে না।’

সমাবেশে কি পরিমাণ জনসমাগম হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘৭ই মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে।

তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কাদের বলেছিলেন, আগামী ১৮ই নভেম্বরের নাগরিক সমাবেশ নির্বিষেশে জনমত প্রতিফলন ঘটবে। যেভাবে চারদিক থেকে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। নাগরিক সমাবেশটি হবে সর্বকালের সেরা সমাবেশ।

ইউনেস্কোতে এ ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? কে প্রস্তাব দিলো সেটা না, স্বীকৃতিটা ভাষণের। সবাইকে চিঠি দেওয়া হচ্ছে, আজও চিঠি যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ