ডেস্ক রিপোর্ট:
খুলনায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে মহানগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মাদ নগর বিশ্বরোড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েত নগর এলাকার মো. সালাম মীরের ছেলে মো. রিয়াজ মিয়া (৩৫) এবং নাটোর জেলার সিংড়া থানার মৃত নূর মন্ডলের ছেলে মো. শামিম মন্ডল (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে একটি স্কুল ব্যাগ থেকে ১কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন, নগদ ১হাজার ৩শ’ ২৪ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার লবণচরা থানাধীন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে।আটককৃত আসামিদের কেএমপি খুলনা লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।