সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বাগদা ফার্মস্থ ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর ১৯ আগস্ট বুধবার ঘোড়াঘাট হইতে গোবিন্দগঞ্জ গামী রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি হতে আসামি ১। মোঃ মনিরুল ইসলাম(২৫), নিকট হতে ৩৪ বোতল ২। জাহাঙ্গীর (২৫) এর নিকট হতে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।
গ্রেফতারকৃত মাদককারবারি ১। মোঃ মনিরুল ইসলাম(২৫) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাদে হরিনা গ্রামের পিতা-আনছার আলীর ছেলে নিকট হতে ৩৪ বোতল এবং ২। জাহাঙ্গীর (২৫) একই উপজেলার শের নগর হোসেনের ছেলে। এখবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী ।