শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অমানবিক – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ১২ জুন, ২০২০

বর্তমানকন্ঠ ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে ৩০ জুনের মধ্যে বিদ্যুত ও গ্যাসে বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে আবাসিক বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সরকারি হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা মহামারীর মধ্যে বকেয়া বিলের জন্য বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি অত্যন্ত অমানবিক ও পীড়াদায়ক।

নেতৃদ্বয় বলেন, করোনা দুর্যোগের মধ্যে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে সরকারের জ্বালানী, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সরকারের পক্ষ থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস বিলের জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছিলো। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন আরো তীব্র হয়েছে। সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারের উচিৎ করোনাকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো, পানি, বিদ্যুৎ, জ্বালানী গ্যাসের বিল মওকুফ করা। কিন্তু তা না করে বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার গণবিরোধী ঘোষণা জনগণ কোনাভাবেই মেনে নিতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ