কিশোর গ্যাং আলিউল গ্রুপের ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের তলোয়ার, ১টি লোহার কুড়াল, ৫ টি চাইনীজ কুড়াল, ১ টি চেইন স্টিক ও ২ টি স্টিলের পাইপসহ ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের দুলালের ছেলে হাসিব (২৫) ও বড়চক দৌলতপুর গ্রামের আলতাফ আলীর ছেলে সজিব (২০)।
বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের শেখ টোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এই দুই জনকে আটক করা হয়।
জানা যায়, র্যাবের একটি দল শিবগঞ্জের শেখ টোলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ওই ভবনের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এই দুজনকে আটক করা হয়। পরে ওই ভবনের পাশেই একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র শস্ত্র গুলো উদ্ধার করা হয়।
[৬] ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই গ্রুপের বাকি সদস্যদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।