খেলাধুলা ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, ০৬ ডিসেম্বর ২০১৭: বিপিএলের ৪১তম ম্যাচে দুপুরে সাকিবের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। এই ম্যাচ জিতলে ঢাকার সুযোগ আছে, খুলনাকে টপকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার। তবে জয় পেলেও সেই সুযোগ হবে না রংপুরের। ঢাকাকে পেছনে ফেললেও তারা থাকবে তৃতীয় স্থানে। তারপরও ইতিবাচকভাবেই নক আউট পর্বে যেতে চায় মাশরাফির দল।
ঢাকা ডায়নামাইটস
দেশি : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, খালেদ আহমেদ।
বিদেশি : কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসেইন, শাহীন আফ্রিদি, কাইরন পোলার্ড।
রংপুর রাইডার্স
দেশি : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
বিদেশি : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শেনোয়ারি, জহির খান।