শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

দুস্কৃতিকারীরা কেড়ে নিল প্রতিবন্ধীর স্বপ্ন

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ২২ এপ্রিল, ২০২০

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : শারিরীক প্রতিবন্ধী দেলোয়ার হোসেন মন্ডল জেলাল (৩৫)। তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরি, পুকুরের মাছ নিধন ও রোপন করা ৩০০ পেঁপে গাছ উপড়ে ফেলে সাবার করা হয়েছে। এভাবে রাতের আধারে জেলালের স্বপ্ন কেড়ে নিয়েছে দুস্কৃতিকারীরা। ক্ষতিগ্রস্থ জেলাল মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের মৃত সমশের মন্ডলের ছেলে। তিনি একজন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি। সরেজমিনে জানা যায়, প্রতিবন্ধী জেলাল মন্ডল জীবিকা নির্বাহ করা জন্য সমাজসেবা অফিস ও এনজিও থেকে লোন নিয়ে বাড়ির পাশে একটি চা পানের দোকান দেন। এরপর প্রতিবেশী শাহ আলমের নিকট ৪৪ শতক জমি লিজ নিয়ে ধান রোপনের পাশাপাশি চাষ করেছিলেন মাছ।

আর এই জমির পাড়ে রোপন করেছিলেন পেঁপে চারা। এসব ব্যবস্থায় দিনবদলের স্বপ্ন দেখছিলেন জেলাল মন্ডল। বিধিবাম, রোববার দিবাগত রাতে তার চাষ করা পুকুরের প্রায় ১০ হাজার টাকা মূল্যের মাছ নিধন করেছেন দুস্কৃতরা। একই সঙ্গে ৩০০ পেঁপে চারাও উপড়ে ফেলে সাবার করেছে তারা।

এর আগে শনিবার দিবাগত রাতে জেলাল মন্ডলের ওই দোকান ঘরের তালা ভেঙে কয়েক হাজার টাকা মূল্যের মালমাল চুরি করেছে দুস্কৃতকারীরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জেলাল মন্ডল বলেন, দোকানের মালামাল চুরি, মাছ নিধন ও পেঁপে গাছ উপড়ে ফেলানোর ঘটনায় প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি করেছে দুঃস্কৃতকারীরা।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এসব ঘটনায় সোমবার বিকেলে একটি অভিযোগ দায়ের করেছে জেলাল মন্ডল। যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ