শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদব,বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮:
রাজধানীর অদূরে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ যাত্রী।
মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় মানিকগঞ্জগামী লাক্সারী কোচের সঙ্গে ঢাকাগামী শুভযাত্রা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উভয় বাসের দুই পুরুষ যাত্রী নিহত হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ থানায় নিয়ে আসে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। অপর ব্যক্তির লাশ তাদের স্বজনরা নিয়ে যায় বলে এলাকাবাসী জানায়।

ওসি জানান, আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের মধ্যে রহিম (৫০), মাহিনুর (৩৫), নুরজ্জাহান (৬০), হাবিব (৫০) সহ মোসলেম উদ্দিন (৫০) অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ