শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

নিলামে উপহার বিক্রি করছেন নরেন্দ্র মোদী

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম-
স্বপ্নের ‘নামামি গঙ্গে’ প্রকল্পে খরচ করার জন্য বিভিন্ন উপহার নিমালে বিক্রি করে টাকা সংগ্রহ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই নিলাম শুরু হয়েছে ২৭ জানুয়ারি রবিবার। নিলাম শেষ হবে আজ সোমবার ২৮ জানুয়ারি। নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

নিলামে অংশ নেতার জন্য pmmementos.gov.in নামে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটটিতে মোদীর নানা উপহারের বিবরণ রয়েছে। ২০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ম দামের উপহার সামগ্রির ক্যাটালগ দেখে অনলাইনেও নিলামে অংশ নেয়া যাবে।

প্রাথমিক মূল্যে সবচেয়ে দামি স্মারকটি রয়েছে সেটি ৩০ হাজার টাকা ধরা হয়েছে। এটি মোদীকে উপহার দিয়েছিলেন বিজেপির সাবেক সাংসদ সি নরসিংহ। এটিতে ২.২২ কেজি রুপা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ