শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

ফ্রাঙ্কফুর্ট এ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

ফাতেমা রহমান রুমা, বর্তমানকন্ঠ ডটকম, জার্মানী : বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার উদ্বোগে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৯ তম শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস জার্মানির ফ্রাঙ্কফুর্ট এর হাউজ গালোস অডিটোরিয়ামে উদযাপন করা হয় ।

অনুষ্ঠান সূচিতে ছিলো প্রামাণ্য চিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি মাহফুজ ফারুকের সভাপতিত্তে আলোচনা সভা পরিচালনা করেন নজরুল ইসলাম খালেদ ।

বাংলাদেশ থেকে টেলি কন্ফারেন্স এর মাধ্যমে আলোচনা অংশ গ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু ।
সর্বইউরোপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শ্রী অনিল দাশ গুপ্ত ,খসরু খান, বীর মুক্তিযোদ্ধা মহাসিন হায়দার মনি, নাজমুন নেচ্ছা পেয়ারি, হাফিজুর রহমান আলম, জাহিদুল ইসলাম পুলক, মাবু জাফর স্বপন, জালাল আবেদিন, আব্দুল ওয়াদুদ, ফাতেমা রহমান রুমা, কাজী আসিফ হোসেন দ্বীপ, সাইখুল ইসলাম সোহেল,স্বজন চক্রবর্তী, প্রমুখ। সূচনা বক্তব্য রাখেন ফরিদ হোসেন সিহাব।

শান্তা গ্রামুলার এর পরিচালনায় শিশু কিশোরদের মনোমুগ্ধকর আয়োজনে ছিলো নৃত্য পরিবেশনা কবিতা আবৃত্তি ও গান, বিনোদন বাংলার ক্ষুদে শিল্পী নাফিসা, মিলিয়া, নিদি, সাদিকা, আয়শা এতে অংশগ্রহণ করে।

সংগঠনের সংস্কৃতিক সম্পাদক হ্যাপি উদ্দিনের পরিচালনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অংকিতা সর্মা ও যারা উদ্দিন, মিনহাজ দ্বীপন, রিয়েল আনোয়ার, ইনামুল হক, শিরিন আলম, নিম্মী কাদের। আবৃতিতে অংশ নেন হাফিজুর রহমান আলম ও মায়েদুল ইসলাম তালুকদার ।

সৈয়দ শামসুল হক এর লেখা বঙ্গবন্ধুর বীর গাঁথার বই এর অংশ বিশেষ জার্মান ভাষায় অনুবাদ করে পড়ে ছোট্ট শিশু মাঈশা রাহমান ।

পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান টি শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ