সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

‘বর্তমান সরকার গণমাধ্যমের কল্যাণে সব সময় সচেষ্ট থাকে’

বর্তমানকণ্ঠ ডটকম / ১৭ পাঠক
শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

বগুড়া,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২০ জানুয়ারী ২০১৮: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতার মধ্য দিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকার এটি বিশ্বাস করে বলেই গণমাধ্যমের স্বাধীনতা ও কল্যাণে সবসময় সচেষ্ট থাকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে মিডিয়ার আকাশ বিস্তৃত করেছেন। এর মধ্যদিয়ে জনগণের ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবের ভিত্তিফলক প্রতিস্থাপন ও বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ-এর সম্পাদক প্রবীণ সাংবাদিক সাবেক সাংসদ আমান উল্লাহ খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিআইআইটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, লাইট হাউসের নির্বাহি পরিচালক হারুন উর রশিদ। এ সময় দৈনিক উত্তরকোণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বিএফইউজের যুগ্ম সম্পাদক জিএম সজল, নির্বাহি সদস্য ঠান্ডা আজাদ, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, ক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, সাহিত্য সম্পাদক এইচ আলিম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন সভাপতি মাসুদুর রহমান রানা, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মমিনুর রশিদ সাইন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, পৌরসভার কাউন্সিলর কবিরাজ তরুন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ