অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা সাপ-নেউলের মতো। শাকিব খানকে কেন্দ্র করে একাধিকবার ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন তারা। এবার অপু ফের উসকে দিলেন বিষয়টি। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি জানালেন, বুবলীকে ঘৃণা করেন তিনি। সূত্র: সময় টিভি
ওই সাক্ষাৎকারে বুবলী প্রসঙ্গে অপু বলেন, ‘ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি। এই এক বাক্যে একটি কথা। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমাকে ম্যাটার করে না। ইংলিশে ‘হেইট’ হলো স্মার্ট হয়, বাংলায় তাকে আমি ঘৃণা করি।’
তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভালোবাসেন বলে জানান অপু। এ অভিনেত্রী বলেন, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। কিন্ত ও দেখেনি। খুব কিউট। মাশআল্লাহ।’
শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।
অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।