আন্তর্জাতিক ডেস্ক:
রাজস্থানের ভিলওয়ারা জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় পথচারীসহ আহত হয়েছে ১৫ জন। ওই পরিবার একটি জিপ গাড়িতে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার জেলা পুলিশ জানিয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
পুলিশ আরও জানিয়েছে, পরিবারটি মধ্য প্রদেশের মান্দসাউর জেলায় একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভিলওয়ারা জেলার কোটা-ভিলওয়ার মহাসড়কের পবন ধাম এলাকায় সোমবার রাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। আহতদের মধ্যে ৬ জন ওই জিপের যাত্রী ছিল, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভিলওয়ারার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিভলওয়ারার পুলিশ সুপার হরেন্দ্র কুমার।
ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।