শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

রাজধানীতে যুবলীগের শোডাউন, অবস্থান

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করছে যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে নয়াপল্টন, কাকরাইল, প্রেসক্লাব, হাইকোর্ট এলাকা, মতিঝিল এলাকায় ব্যাপক শোডাউন করতে দেখা গেছে। এসময় পুলিশ তাদের কোনো বাধা দেয়নি।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মীরা।

এদিকে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নয়াপল্টনে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে পুলিশ। অলিতে গলিতেও ব্যারিকেড দেয়া হয়েছে। রাজধানীর ফুটপাতে সব দোকানপাট বন্ধ রয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কাউকে কোনো স্থানে দাঁড়াতে দেয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ