বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই প্রোটিয়া ধামাকা দেখা গেল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে ঠিকঠাক দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কার বোলাররা। রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তবে ধাক্কা সামলে লঙ্কানদের ৪২৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাভুমাকে হারানোর পর দলের হাল ধরেন ওপেনার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডাসেন। তারা দুই জনে ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১০০ করে সাজঘরে ফেরেন ডি কক। আর ১১০ বলে ১০৮ রান করে থামেন ডাসেন।
তবে এরপর দুর্দান্ত কাণ্ড ঘটান এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে যান সেঞ্চুরির মাইলফলকে। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪২৮ রান।