বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের লালপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে সজল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয় নারী সহ ২ জন।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী-লালপুর সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে সজল,আশিক ও ফারজানা নামে ৩ জন আহত হয়। দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সজল ও আশিকের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সজলের মৃত্যু হয় ।