রিয়াজ মুন্না,মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি: মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যোগে ইউনিয়নের ৮ টি স্কুলের ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি পাবেল আকন্দ, সাধারণ সম্পাদক সজিব দাস, যুগ্ম-সাধারন সম্পাদক রুবেল রানা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।
উল্লেখ্য যে,স্হানীয় সংসদ সদস্য এর ছোট ভাই নরসিংদী জেলা আওয়ামীগের যু্গ্ম-সাধারন সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন।এছাড়াও সাবেক চেয়ারম্যান শফিকুল আলম রতন,লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক মোবারক হোসেন খোকন,স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহমেদ তাদের কে সহযোগিতা করেন। মনোহরদী উপজেলার মধ্যে একমাত্র লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগই এই প্রথম এমন মহৎ উদ্যোগ বাস্তবায়নের দৃষ্টান্ত স্হাপন করেছে। ভবিষ্যতে তাদের জনসেবামূলক আরো ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।