সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

“সাদা আর কাল”

বর্তমানকণ্ঠ ডটকম / ১৫ পাঠক
মঙ্গলবার, ৯ জুন, ২০২০

“সাদা আর কাল”

ডাঃসৈয়দ সিরাজুল ইসলাম।

সাদা আর কাল,
বাহিরের রং দেখে বল!
কে বশী ভাল?
তোমরা কি তা বলতে পার!

ইসলাম কি বলে?
তোমরা শোন তাহলে–

ইসলাম বলে, কালো আর ধলো,
সেতো আল্লা্হর সৃষ্টি বল।১,

আল্লা্হর রংএ রঙ্গীন কে হল,
সেইতো সবার সেরা হল।

সবই আল্লা্হর খেলা।
তাই নিয়ে তোমরা করনা অবহেলা!

সবাইকে ফিরে যেতে হবে,আল্লা্হর কাছে।
জবাব দিতে হবে যে তাঁর কাছে।
কি জবাব দেব মোরা আল্লা্হর কাছে!!

১-সূরায় না’বা, আয়াত ৮।

৬ই জুন, ২০২০খ্রীঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ