বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

‘হালুম’ নিয়ে বইমেলা সাকিব

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, সোমবার, ০৫ ফেব্রুয়ারী ২০১৮: তাকে সবাই দেশসেরা, বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার হিসেবেই চেনে। কিন্তু মানুষের যে কত গুণ থাকতে পারে, মানুষ চাইলে যে নিজেকেও ছাড়িয়ে ছাপিয়ে যেতে পারে সেটি আরও একবার প্রমাণ করলেন সাকিব আল হাসান। দেশের জন্য গর্বের কারণ এই তারকা এবার অন্য পরিচয়ে দেশবাসী আর ভক্তদের সামনে হাজির হলেন।

খবর অন্য কিছু নয়। স্রেফ একজন ক্রিকেটারের লেখক বনে যাওয়ার গল্প। সাকিব যে ব্যাট-বলের পাশাপাশি কলমের লড়াইটাও চালিয়ে যাচ্ছেন তা এবার বোঝা গেল।

সোমাবার নিজের প্রথম বই ‘হালুম’ নিয়ে অমর একুশে বইমেলায় হাজির হয়েছেন চোটের কারণে দলের বাইরে থাকা টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। বিকেলজুড়ে বইমেলা প্রাঙ্গণে নিজের বইয়ের প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে।

শিশুদের জন্য লিখা এই বই নিয়ে সাকিব নিজেও বেশি উচ্ছ্বসিত। কোমলমতিরা ‘হালুম’ পড়ে খুব মজা পাবে বলেও বিশ্বাস এই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারেরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ