প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, চট্রগ্রাম : সৌদি প্রবাসী মানবাধিকার কর্মী মোছলেহ উদ্দিন মুন্না’র প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবি সংগঠন “হাসি”র উদ্যোগে পথচারীদের তৃষ্ণা নিবারনের জন্য ‘কোতোয়ালির’ পর এবার রাজাখালী বিশ্ব রোডের মুখে বিশুদ্ধ ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হয়েছে।
উদ্বোধন করেন- বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন ( পি পি এম) এই সময় উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক পুলক খাস্তগীর, সাবেক ছাত্র নেতা মামুনুর রশীদ মামুন, ইসমাইল আজাদ, মোহাম্মদ সাহনেওয়াজ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আইয়ুব, মহিউদ্দিন জনি, ইরফানুল আলম হিমেল, নুরুদ্দিন শাওন, মোহাম্মদ লিটন প্রমূখ।
এই মহৎ কাজের জন্য মোছলেহ উদ্দিন মুন্নাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাকলিয়ার ও সি বলেন – হাসি সংগঠনের মানব সেবামুলক যে কোন কাজে তিনি সব সময় পাশে থাকবেন।তিনি নতুন ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সের সাথে আরেকটা মেশিন স্থাপন করার পরামর্শ দেন।