নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,০৫ জুলাই ২০১৮: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার গেইনারের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ টাকা বা ৯.৯৭ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, আজ কোম্পানিটি ১ হাজার ২২০ বারে ৫ লাখ ৭৩ হাজার ৬৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৮০.২০ টাকা যা আজ ক্লোজিং হয় ৮৮.২০ টাকায়।
গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেরিজের ৯.৯৬ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৯৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৯২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৭৭ শতাংশ, ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ৯.৭৬ শতাংশ, ফুরচুন সুজের ৯.৪৪ শতাংশ, আমান ফিডের ৯.৪০ শতাংশ, প্যানিফিক ডেনিমসের ৯.৩৪ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের ৮.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।