মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

অবরোধে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বর্তমানকণ্ঠ ডটকম / ১২৫ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর এক দফা দাবিতে দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচিতে রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।

উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার সড়কে গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি আগের অবরোধগুলোর তুলনায় বেশিই বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সড়কে টহল দিতে দেখা গেছে। ৩১ অক্টোবর থেকে এটি দেশব্যাপী ষষ্ঠ অবরোধ কর্মসূচি।

৪৮ ঘণ্টার হরতালের পর এক দিনের বিরতি দিয়ে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো নির্বাচন কমিশন ঘোষিত পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই অবরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *