রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী এমপিকে গালিগালাজ, মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম- / ৩৯ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বার্ষিকীতে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বক্তব্যকালে ধর্ম প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দলীয় কর্মসূচিতে আমাকে দাওয়াত দেয়া হয় না।’ তাকে কেন দাওয়াত দেয়া হয় না বলতেই আওয়ামী লীগ নেতা আনোয়ার তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে হোসনে আরার গায়ে হাত তোলেন। হোসনে আরার উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, ‘তোকে দাওয়াত দিতে হবে কেন?’

ওই সময় আনোয়ার হোসেনকে ধর্ম প্রতিমন্ত্রী কিছু না বলে টেবিল চাপড়িয়ে হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। তখন হোসনে আরা আওয়ামী লীগ অফিস ছাড়েন।

এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন।

তিনি বলেন, ‘আমি জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়া হয় না। আমি তো দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি।

‘দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজের পর আমার গায়ে হাত তোলেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আনোয়ার হোসেন আমার ওপর হামলা করেছিল। ওই সময় ইসলামপুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি।’

দলীয় অফিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগ করবেন বলে জানান এই এমপি।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি। এসব অভিযোগ সঠিক নয়।’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘হোসনে আরা একজন সংসদ সদস্য। তিনি দলীয় কাজে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন? তাকে কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করেনি ও গায়ে হাত তোলেনি।’

হোসনে আরার এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *